আজকের কম্পিটিটিভ চাকরির বাজারে একজন দক্ষ HR পেশাজীবী হতে AHRM-এ পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রোগ্রামটি HR-এর মৌলিক কাজের বাইরে গিয়ে কৌশলগতভাবে চিন্তা করা, সিদ্ধান্ত নেওয়া এবং নেতৃত্ব দেওয়ার দক্ষতা গড়ে তুলতে সাহায্য করে। LEAD Academy বাংলাদেশে প্রথমবারের মতো PGD in AHRM চালু করেছে, যেখানে ইন্ডাস্ট্রি-লেভেলের এক্সপার্টরা বাস্তব কাজের অভিজ্ঞতা ও সহজ কেস স্টাডির মাধ্যমে ক্লাস পরিচালনা করবেন। এখানে শিক্ষার্থীরা HR-এর গুরুত্বপূর্ণ বিষয়গুলো বাস্তবভাবে শিখতে পারবে এবং আধুনিক HR টুলস ও পদ্ধতি সম্পর্কে পরিষ্কার ধারণা পাবে। এই প্রোগ্রামটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন শিক্ষার্থীরা আত্মবিশ্বাসের সাথে বাস্তব কর্মক্ষেত্রে HR ভূমিকা পালন করতে পারে এবং ভবিষ্যতের জন্য নিজেকে প্রস্তুত করতে পারে।